ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আদালতের নির্দেশ না মানায় পিএসসি চেয়ারম্যানকে নোটিশ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪ , ০৪:০২ পিএম


loading/img
ফাইল ছবি

হাইকোর্টের নির্দেশ না মানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসেন ও সদস্য সচিবদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নন-ক্যাডারে উত্তীর্ণদের পক্ষে সোমবার (১ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফ হোসেন এই নোটিশ পাঠান।

তিনি বলেন, গত পাঁচ ফেব্রুয়ারি ৪৩তম বিসিএসে নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা ৩০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু পিএসসি বিষয়টি পাত্তাই দেয়নি। এজন্য অবমাননার অভিযোগে তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশ পাওয়ার আগামী পাঁচ দিনের মধ্যে নন-ক্যাডার উত্তীর্ণদের তালিকা প্রকাশ না করলে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই আইনজীবী।

এর আগে, ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও ক্যাডার পদে সুপারিশ পাননি এমন ৫০০ জন চাকরিপ্রার্থী ২৯ জানুয়ারি একটি রিট করেন। রিটে পিএসসি চেয়ারম্যান ও জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এরপর গত ৫ ফেব্রুয়ারি নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা ৩০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |